Principal Verb, Auxiliary Verb এবং Main Verb-এর বিস্তারিত
ইংরেজী ভাষা চর্চার ক্ষেত্রে Verb খুবই গুরুত্বপূর্ণ। Verb সম্পর্কে থাকতে হবে পরিস্কার ধারণা। বিভিন্ন সময় Verb কিছুটা কনফিউজিং। তবে কোনভাবেই জটিল নয়।
আজ এখানে খুবই পরিচিত কিন্ত খুবই কনফিউজিং ৩ প্রকার Verb সম্পর্কে আলোচনা করা হলোঃ
Principal Verb সরাসরি সক্রিয় ভাবে কোন কাজ করা বোঝায়। যেমন: Eat, play, read….ইত্যাদি।
Auxiliary Verb কে বাংলায় ‘সাহায্যকারী ক্রিয়া‘, অন্যভাবে Helping Verb ও বলা হয়। একটি Sentence এ এই Verb গুলি Principal Verb এর রুপ পরিবর্তনে সাহায্য করে, তা–ই Auxiliary Verb।
নিচের উদাহরণগুলি দেখুন:
1. I write
2. I am Writing
3. I have written
উপরের ১ নং উদাহরণটি দেখুন, বাক্যটিতে কোন Auxiliary Verb না থাকায় এখানে ‘write’ Verbটি তার নিজস্ব রুপেই বসেছে। ২নং বাক্যে Auxiliary Verb -‘am’ থাকায় Verbটির সাথে ‘ing’ যোগ হয়ে ‘write’ Verbটির রুপ পরিবর্তন হয়ে ‘Writing’ হয়েছে। আবার ৩য় বাক্যটিতে Auxiliary Verb -‘have’ থাকায় Verbটি ‘Write’ থেকে ‘written’ হয়েছে।
এভাবে Auxiliary Verb, Principle Verb এর রুপ পরিবর্তনে সাহায্য করে।
**Auxiliary Verb কে দুটি শর্ত পূরণ করতে হয়; বাক্যে Principle Verb এর সাথেই বসবে। এবং Principal Verbটির রুপ পরিবর্তন করবে।
Main Verb: Main Verb হলো ‘to be’ Verb বা ‘to have verb’। বাক্যে যখন Principle Verb থাকেনা, কর্তার বা Subject এর কিছু হওয়া, বা অধিকারে কিছু থাকা অর্থে ‘to be’ Verb বা ‘to have verb’ গুলিই তখন Main Verb হিসেবে ব্যাবহৃত হয়।
যেমন: I am a Doctor
I have a car
‘am’ এখানে কিছু হওয়া অর্থে ‘to be’ Verb এবং Have ‘Subject এর অধিকারে কিছু থাকা অর্থে ‘to have’ verb হিসেবে ব্যাবহৃত হয়েছে।-তাই এগুলি Main Verb।
Main Verb কোনভাবেই Auxiliary বা Principal Verb নয়।
This is awesome
Thanks